পানির ফোয়ারাসহ দৃষ্টিনন্দন একটি লেক। জাতীয় সংসদ ভবন। চন্দ্রিমা উদ্যান। তিনে মিলে সাজানো গোছানো এলাকা। ছিমছাম পরিবেশ।

লেকের চারপাশে সবুজ আর সবুজ। লেকের পাড়ে বসে চন্দ্রিমা উদ্যানকে দেখতে বেশ সুন্দর লাগে।

দুই বন্ধু সেখানে বসে আছি। গল্পের সাথে সমানতালে বাদাম চলছে।

হঠাৎ লক্ষ্য করলাম দুইজন সুন্দরি ললনা সেলফি তুলছে। আমাদের সাথেই তুলছে। ভয়ানক ব্যাপার-স্যাপার!

বন্ধুকে জিজ্ঞেস করলাম,

- এসব কি হচ্ছে বলতো? সুন্দরী মেয়ে সেলফি তুলছে আমাদের সাথে। তাও আবার ১ টা না, দুই দুইটা?

বন্ধু আমার ভিলেন মার্কা একটা হাসি দিয়ে বলতেছে,

- হে হে বুঝলি না? একটা তোর সাথে টাংকি মারতে চাইতেছে, আরেকটা আমার সাথে।

- কস কি? কিন্তু জন্মের পর থেইকাইতো আমরা দুইজন সাচ্চা সিঙ্গেল!

- আমার মনে হয় কি আমাদেরকে দেখে এই দুইজন ক্রাশ খাইছে।

- হাসাইলি বন্ধু। ওদের চেহারা দেখছস? সাদা সাদা। আর আমারা হইলাম কালা কালা। সাথে খালি পকেট বোনাস। সুতরাং এই দুই অধমরে জীবনেও কেউ পছন্দ করবে না। যেটাই হোক এখন বাদাম খাওয়া বাদ। ভালো করে পোজ দে।

দুই জনে শাহরুখ খান মার্কা পোজ দিয়ে বসলাম। কিন্তু একি সুন্দরী দুইজনতো চলে গেল। ঘটনার আকস্মিকতায় দুইজন ভ্যাবলার মত তাকিয়ে রইলাম।

    Related: রম্য: সুইসাইড করতেও প্রটেকশন লাগে!

তারপর মাঝবয়সী এক আন্টি আসলেন। তিনিও সেলফি তোলা শুরু করলেন। বন্ধুর দিকে তাকাইলাম। সেও আমার দিকে তাকাইলো। কিছুই বুঝলাম না। সুন্দরী মেয়ে ঠিক ছিল। তাই বলে মাঝবয়সী আন্টি!!! তাই বন্ধুরে জিজ্ঞেস করলাম,

- দেখতো আমার চেহারাটা কার মতো লাগতেছে? মানে কোনো চেঞ্জ হইছে কি না?

- তোর চেহারাতো তোর মতই আছে। কেন?

- না মানে ভাবতেছিলাম যে, আমার চেহারা কি কোনো সেলিব্রেটিদের মতো হয়ে গেল নাকি যে সবাই আমাদের সাথে সেলফি তুলতেছে।

এতক্ষণে সেলফি তোলা শেষ। আন্টিও চলে গেছেন। ঘটনা যাই হোক দুইবন্ধু এখন সেলিব্রেটি ভাব নিয়ে পায়ের উপর পা তুলে বসে আছি। একেকজন আসছে আর সামনে দাঁড়িয়ে আমাদের সাথে সেলফি তুলছে। তারপর চলে যাচ্ছে।

    Related: রম্য: হায়রে নাম!

এবার দেখি ষন্ডা মার্কা এক ভাই তার বান্ধবীকে নিয়ে আসছেন। এসে আমাদের সামনেই দাঁড়িয়েছেন।

ভাবলাম হয়তো বান্ধবীর জন্য অটোগ্রাফ চাইবে এখন। আমিও পকেট থেকে কলম বের করলাম। দেখতে গুন্ডার মতো হলেও অটোগ্রাফ চাইলেতো আর না করতে পারব না। তাই না?

কিন্তু আমাকে অবাক করে দিয়ে গমগমে গলায় বললেন,

- আপনাদের কমনসেন্স বলতে কি কিছু নাই?

- কেন ভাই কি হইছে?

- দেখতেছেন না এই কৃষ্ণচূড়া গাছের সাথে সবাই সেলফি তুলতাছে। আর আপনারা গাছের নীচে দাঁড়ায়া আছেন?

এবার দুজনেই উপরের দিকে তাকালাম। আসলেইতো লাল টুকটুকে ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছ। তারমানে আমরা এই গাছের নীচে হুদাই সেলিব্রেটি ভাব নিয়া বইসা ছিলাম এতক্ষন!

বিশ্বাস করেন রাসেল ভাই, এইটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না!


- আতিকুর রহমান