আপনাদের কি Rank Math এর কথা মনে আছে?

৯ম ক্লাস যারা করেছেন তারা অবশ্যই চিনতে পারছেন এই মশাইকে। সে কিছুটা অলস প্রকৃতির। শুধু বসে বসে নাম্বার দেয়। এদিক দিয়ে Yoast SEO মশাই অনেক আবেগী। হাসে, কাঁদে, রাগ দেখায়!

হৃদয় ভাই যেহেতু আজকের ক্লাসে Rank Math দিয়েই ক্লাস করিয়েছেন তাই আলোচনা এটাতেই সীমাবদ্ধ থাকবে। পরের ক্লাসে Yoast SEO নিয়ে কথা হবে। তাহলে চলুন শুরু করা যাক।

ধরুন, ক্লায়েন্টের ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করা আছে। এখন সে বললো On Page fix করে দিতে। তাহলে কিভাবে করবো?

কেউ কেউ হয়তো মাথা চুলকাচ্ছেন। আর যারা একটু চালাক তারা ধরে ফেলেছেন যে, Rank Math-কে দিয়ে এবার গাঁধার খাঁটুনি খাঁটাতে হবে।

Tips: Yoast SEO এবং Rank Math দুটোর কাজই আমাদের জানা থাকতে হবে। কারন ক্লায়েন্টদের রুচির ভিন্নতা রয়েছে।

Rank Math হলো বর্তমান সময়ের সবচেয়ে আপডেটেড আর এটি ব্যবহার করাও সবচেয়ে সহজ। তবু কিছু ক্লয়েন্ট Yoast SEO দিয়ে কাজ করতে চাইতে পারে। তাই দুটিই শিখে রাখতে হবে।

On Page SEO এর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার টুলস যেভাবে সাজেস্ট করে আপনাকে সেভাবেই করতে হবে। কারন On Page করার নির্দিষ্ট কিছু ফর্মুলা রয়েছে যেগুলো Rank Math এর মতো প্লাগিনগুলোতে আগে থেকেই সেট করা আছে। এবং এটি সেই অনুযায়ী রেটিং দেয়। এই রেটিং ৮০ এর উপরে উঠাতে হবে।

এই ক্লাসের চমৎকার একটা বিষয় হচ্ছে হৃদয় ভাই শুধু তাত্ত্বিক আলোচনা করেননি। সরাসরি একজন বায়ারের ওয়েবসাইটে কাজ করে দেখিয়েছেন। সেই আলোকে পুরো প্রক্রিয়াকে কয়েকটি ধাপে ভাগ করে উপস্থাপন করি। কেমন?

১. বায়ার প্রথমে ১টা URL দিয়ে বলবে এটার অন পেইজ করে দাও। এখন আমাদেরকে শার্লক হোমসের মতো বাকী তথ্য বায়ারের পেট থেকে বের করতে হবে। যেমন, প্রশ্ন করতে হবে “আপনার টার্গেটেড কিওয়ার্ড কোনটি?” বা “কোন কিওয়ার্ডের জন্য অন পেইজ করতে চান?” বা “আপনার টার্গেটেড লোকেশন কোনটি?” ইত্যাদি।

Tips: ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হলে প্রশ্নোত্তর পর্ব চালু রাখবেন। তাই ক্লায়েন্ট আগে প্রশ্ন করুক এমনটা ভেবে চুপ করে বসে থাকবেন না।

২. এই পর্যায়ে মাথায় নিশ্চয় প্রশ্ন এসেছে, আপনি Yoast SEO নাকি Rank Math দিয়ে কাজ করবেন? সঠিক সময়ে সঠিক প্রশ্ন। এবার উত্তরটিও জেনে নেই তাহলে।

এক্ষেত্রে হৃদয় ভাই যা বলেছেন সেটাই বলি, “ক্লায়েন্টকে আগ বাড়িয়ে কখনো জিজ্ঞেস কইরেন না যে, তুমি কোন প্লাগিন দিয়ে এসইও করতে চাও? আপনি সরাসরি Rank Math দিয়ে করে দেবেন”।

Rank Math কেন ব্যবহার করবেন সেটা এতক্ষণে অবশ্যই জেনে গেছেন। তবু কনফিউশন দূর করার জন্য আবার বলি, এটি হলো আপডেটেড এবং অনেক Technical Issue ম্যানুয়ালি সলভ করে দেয়।

৩. এবার আমাদের আসল কাজ শুরু। তাই কাজ করার জন্য ক্লায়েন্টের সাইটের এক্সেস নিয়ে নিতে হবে। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে তবে সাইটের লিংকের পরে wp-admin লিখে এন্টার চাপলেই ড্যাশবোর্ডে চলে যাবেন। যেমন, site .com/wp-admin

এবার দেখুন Rank Math ইনস্টল করা আছে কি না। যদি না থাকে তবে ইনস্টল করে নিন।

৪. ড্যাশবোর্ডের বাম পাশে Posts থেকে যেই পোস্টে অন পেইজ করবেন সেটি সিলেক্ট করে নিয়ে "Edit Post" বাটনে ক্লিক করলে পোস্ট এডিট করতে পারবেন। তারপর প্রথম কাজই হলো Targeted Keyword কে Rank Math প্লাগিন এর Focus Keyword বক্সে সেট করে নিন।

পাশাপাশি ডান পাশের উপরের কোনায় দেখবেন প্লাগিনে আপনার কনটেন্টের রেটিং কিভাবে বাড়ছে। দেখবেন পুরো বিষয়টা একটা গেমের মতো লাগবে। কাজ করে মজা পাবেন।

৫. Rank Math প্লাগিনে কনটেন্টের এসইও রেটিং বাড়ানোর জন্য internal link, external link, image, heading tag এগুলো যোগ করতে হবে। আর এসব লিংক করার সময় related website গুলোকে লিংক দেবেন। নয়তো গুগল এটাকে স্প্যাম হিসেবে ধরবে। যা সাইটের জন্য খুবই ক্ষতিকর।

কি সহজ লাগছে না? হ্যাঁ রেংক ম্যাথ প্লাগিন দিয়ে কাজ করা অনেক সহজ। সেই সাথে কাজ করে এঞ্জয় করা যায়। আর এখানে কি কি করতে হবে সবকিছু প্লাগিন থেকে বলে দেয়। আমাদেরকে শুধু সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। তাহলেই কনটেন্টটি সুন্দর ভাবে এসইও অপ্টিমাইজড হয়ে যাবে।

আজকের ক্লাসে এপর্যন্তই দেখানো হয়েছে। আর যেহেতু এটি প্র্যাকটিকেল ক্লাস ছিল তাই ইউটিউব থেকে ক্লাসের ভিডিওটি দেখে নিবেন। তাতে সহজেই পুরো বিষয়টা আয়ত্বে চলে আসবে।

কি চলে যাচ্ছেন নাকি? লেখা কিন্তু এখানেই শেষ না। ক্লাসে হৃদয় ভাই অনেকগুলো অনুপ্রেরণা ও গাইডলাইনমূলক কথা বলেছেন। এগুলো না শুনলে নিশ্চিত মিস করবেন।

ফ্রীল্যান্সিং এ ডিসিপ্লিন এর গুরুত্ব সবচেয়ে বেশি। আপনার হোমটাস্ক আছে, আপনার রেগুলার কাজ আছে সেগুলো পারফেক্টলি করে যান। দেখবেন এই কাজগুলো আপনার অভ্যাসে পরিণত হবে।

যখন কাজগুলো অভ্যাস হয়ে যাবে তখন সবকিছু সহজ লাগবে। আপনি ১ম দিন ১ কিলোমিটার দৌড়ালে হাঁফিয়ে যাবেন। কিন্তু নিয়মিত দৌড়ালে এটা কোনো ব্যাপারই মনে হবে না।

তাই কম করে হলেও নিয়মিত প্র্যাকটিস করুন।