গফরগাঁওয়ের সেই ছেলেটি

নাম ছিল তার জব্বার।

করল সে ভাষা আন্দোলন

দিয়ে দিল জীবনটা তার।


ফিরিয়ে আনল মাতৃভাষা

বাঙ্গালীদের জন্য,

তাই সে আজ ভাষাশহীদ

জীবন হল তার ধন্য।


তাকে নিয়ে রচিত হল ইতিহাস

সে হল চিরঅম্লান,

বাঙ্গালী কখনো পারবেনা

ভুলতে তার অবদান।


ভাষার জন্য প্রাণ দিল সে

রুখতে ভাষার মান,

মিষ্টি মধুর বাংলা ভাষা

জব্বারদেরই দান।


আসুক এমন শত জব্বার

বঙ্গমাতার সব ঘরে,

বাঙ্গালী সব হোক শামিল আজ

একই লয়ে সুরে।


~ আতিকুর রহমান

(ফেব্রুয়ারী, ২০১৮)