যে দেশে রয়েছে শত পাহাড়-পর্বত

যার অপরূপ সৌন্দর্য্যের নেই কোনো শেষ,

যার রয়েছে তোরোশত নদী

যেখানে রয়েছে শান্তির দেশ।


মসলিন পেয়েছিল বিশ্বজোড়া খ্যাতি

এখন রয়েছে তার শাড়ি জামদানি,

যে দেশের সবুজ শ্যামল প্রকৃতি

লাখো কোটি পর্যটক করে আমদানি।


রয়েছে এখানে কত জাতি-উপজাতি

প্রত্যেকেই মানুষ তারা ভেদাভেদ কীসে?

যত দুর্যোগ আসুক না কেন

মোকাবেলা করেই বাঁচে সবিশেষে।


সেটি নয় শুধু একা আমার দেশ,

সে যে মোদের প্রিয় বাংলাদেশ। 


~ আতিকুর রহমান

(জানুয়ারী, ২০১৮)