রিয়েলমি ফোন কেমন? বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম কত? নিশ্চয় আপনার বাজেট অনুযায়ী কোন রিয়েলমি ফোনটি ভালো হবে তা নিয়ে ভাবছেন। তাহলে আপনি ঠিক আর্টিকেলটিই পড়ছেন। আমি আজকের আর্টিকেলে বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম নিয়ে কথা বলবো। সেই সাথে রিয়েল ফোন কেমন এবং Realme Narzo 50A Prime মোবাইল ফোন সম্পর্কে জানাবো। 

রিয়েলমি শুরু থেকেই কম দামে ভালো মোবাইল ফোন লঞ্চ করছে। তাদের অত্যাধুনিক ফিচার এবং পারফর্মেন্স এর কারনে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। দুর্দান্ত ফিচার, ক্যামেরা, পাওয়ারফুল প্রসেসর সহ সার্বিক কনফিগারেশনের কারনে সবাই রিয়েলমি ফোন কিনতে চায়।

২০২৩ সালে এসে স্মার্টফোন ছাড়া একটি দিন কল্পনা করাও কষ্টকর। অনলাইন শপিং, খাবার অর্ডার দেওয়া, অনলাইনে ক্লাস করা ইত্যাদির জন্য প্রয়োজন ভালো কনফিগারেশনের স্মার্টফোন। রিয়েলমি সেই সেবাটাই আস্থার সাথে দিয়ে যাচ্ছে।

বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম এবং Realme Narzo 50A Prime ফোনের ছবি
Realme Narzo 50A Prime


শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, বিনোদন, ইন্টারনেট ব্রাউজিং সকল কাজেই ভালো পারফর্মেন্স দেয় রিয়েলমির ফোনগুলো। এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোন ব্যবহার করে সাধারন মানুষ। তাই রিয়েলমি মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের টার্গেট করে এখন ফোন তৈরি করছে।

তাই যারা ২০ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো ফোন খুঁজছেন তারা আশাকরি শেষ পর্যন্ত পড়বেন। আজকে বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম এবং Realme Narzo 50A Prime মোবাইল ফোন নিয়ে আলোচনা করবো । ২০২২ সালের মার্চ মাসে রিলিজ হওয়া এই স্মার্টফোনের আদ্যোপান্ত তুলে ধরবো, ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক।


বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম

বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম  ১০ হাজার টাকা থেকে ৪৩ হাজার টাকা পর্যন্ত। তারা সকল শ্রেণীর গ্রাহকদের কথা মাথায় রেখে ফোন লঞ্চ করে। তাই সবাই তাদের প্রয়োজন এবং বাজেট অনুযায়ী রিয়েলমি ফোন কিনতে পারে।

Realme Narzo 50A Prime মোবাইল ফোন:

২০২২ সালে মার্চ মাসে রিয়েল তাদের অন্যতম আকর্ষণীয় এই ফোনটি লঞ্চ করে। বাংলাদেশের মার্কেটে লঞ্চ করার পর থেকেই এটি অনন্য জনপ্রিয়তা লাভ করে। স্বল্প বাজেটের এই ফোনটির ক্যামেরা, প্রসেসর, কনফিগারেশন সবকিছু মিলিয়ে এটি থেকে ভালো পারফর্মেন্স পাওয়া যাবে।

নীচে এই রিয়েলমি ফোনটি কেমন সেসম্পর্কে বিস্তারিত (ডিসপ্লে, ডিজাইন, প্রসেসর, ক্যামেরা, গেমিং পারফর্মেন্স, ব্যাটারি) নিয়ে আলোচনা করা হলো।

১. ডিসপ্লে:

ফোনটিতে IPS LCD এবং ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। ফুল এইচডি+ হওয়ায় ভিডিও দেখার সময় কালারগুলো ঠিকঠাক দিতে পারে।

যারা নিয়মিত মুভি বা ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য রিয়েলমির এই ফোনটি বেস্ট চয়েস হতে পারে।

       Related: বোন কন্ডাকশন হেডফোন বিএল০৯ রিভিউ


২. ডিজাইন:

রিয়েলমির Narzo সিরিজের এই ফোনটির ডিজাইন অসাধারন রকমের। এর ব্যাকসাইড প্লাস্টিকে তৈরি হলেও দেখেতে পুরোপুরি গ্লাসের মতো।

সেখান থেকে একটা গ্লাসি ইফেক্ট পাওয়া যায়। যা ইউজারকে প্রিমিয়াম ফীল দেয়।

বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম ও Realme Narzo 50A Prime ফোনের ব্যাকপার্টের ছবি
Realme Narzo 50A Prime

৩. ক্যামেরা:

দেখতে বেশ সুন্দর ক্যামেরা মডিউলে ৩টি ক্যামেরা রয়েছে।

ফোনের মেইন ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো + ০.৩ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে।

তিনটি ক্যামেরার উপস্থিতিতে ছবি ও ভিডিও ধারনকে আরো ঝকঝকে হয়ে উঠে। দিনের আলোতে এবং প্রোপার লাইটিংয়ে সুন্দর ছবি দিতে পারে।

কিছু ছবিতে কালার কিছুটা বুস্ট আপ করে আবার কিছু ছবিতে ন্যাচারাল কালারই দেয়। কম আলোতে ছবির শার্পনেস কিছুটা কমে আসে। ছবি কিছুটা সফট হয়ে যায়।

৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেয়ে ডে লাইটে ভালো শার্পনেস পাওয়া যায়। তবে কম আলোতে একটু সমস্যা হয়।

রিয়েলমির এই ফোনটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিওগ্রাফি করা যায়। তবে স্ট্যাবিলিটির কিছুটা অভাব নজরে পড়তে পারে।


৪. প্রসেসর:

ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে রান করছে। ২০২২ সালে এসে Android 12 হলে আরো ভালো হতো।

মোবাইলে ইউনিসক এর টাইগার সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসরটি মোটামোটি চলনসই।

এজন্য মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখোমুখী হতে হবে।


৫. গেমিং পারফর্মেন্স:

গেমিংয়ের দিকে তাকালে দেখা যায় পাবজি এইচডি মুডে রান করলে কিছুটা সমস্যা হয়। তবে মিডিয়াম গ্রাফিক্সে বেশ ভালো খেলা যায়।

অন্যান্য গেমগুলোও বেশ ভালো চলে ফোনটিতে। কিন্তু সবমিলিয়ে গ্রাফিক্সের অবস্থা আশানুরূপ নয়।


৬. ব্যাটারি:

দীর্ঘসময় ব্যবহারেও ব্যাটারি কম বার্ণ হয়। তাই ব্যাকআপও বেশি পাওয়া যায়।

এর 5000mAh ক্ষমতার ব্যাটারিটি চার্জ করার জন্য 18W Fast Charging সাপোর্ট রয়েছে। সাধারন ইউজাররা ১ দিনের বেশি ব্যাকআপ পেতে পারেন।

তবে দুঃখজনক ব্যাপার হলো এরকম বাজেট ফ্রেন্ডলি একটি ফোনের সাথে কোনো চার্জার পাচ্ছেন না!

বিষয়টি নিয়ে কোম্পানির অবশ্যই ভাবা উচিত ছিল।


৭. স্পেসিফিকেশন:

Realme Narzo 50A Prime মোবাইল স্পেসিফিকেশন:

প্রসেসর

Unisoc T612 Processor, Octa-core 6nm Processor

ডিসপ্লে

16.7cm6.6'') IPS LCD, 90.8% screen-to-body ratio

ব্যাক ক্যামেরা

৫০ + ২ + ০.৩ মেগাপিক্সেল

ভিডিও রেজ্যুলেশন

১০৮০ পিক্সেল

সেলফি ক্যামেরা

৮ মেগাপিক্সেল এর

ব্যাটারি

5000mAh

স্টোরেজ

RAM-4GB, ROM-128GB

রিলিজ

২২ মার্চ, ২০২২


৮. Realme Narzo 50A Prime এর দাম:

বাংলাদেশের বাজারে Realme Narzo 50A Prime স্মার্টফোনটি বর্তমান দাম ১৫৯৯৯ টাকা। (+VAT)

বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম নিয়ে শেষ কথা:

যারা সুন্দর ডিজাইনের মধ্যে ফোন কিনতে চান ও নরমাল ইউজ করতে চান রিয়েলমির এই ফোনটি তাদের পছন্দের তালিকার শীর্ষেই থাকবে।

রিয়েলমির শো-রুম ও অন্যান্য মোবাইলের দোকানে ফোনটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম সকলের হাতের নাগালেই রয়েছে। তাই পছন্দের ফোনটি সহজেই কিনে নিতে পারবেন।