আমরা শুধু বাহ্যিক দিক দেখেই মানুষকে যাচাই করতে অভ্যস্ত। তাই না?

তাহলে নীচের চিরপরিচিত ছবিটা খেয়াল করলেই উপলব্ধি করতে পারব মানুষের বাহ্যিক এবং অভ্যন্তরীন কতটা পার্থক্য থাকতে পারে। আমরা সব সময় বই পড়ে সব কিছু শিখতে পারি না।

তাই মানুষের সামগ্রিক জীবন্টা আইসবার্গের(ভাসন্ত বরফের স্তুপ) সাথে তুলনা করা যায়। কারন একটা আইসবার্গের মাত্র ১০% এর মত আমরা দেখতে পারি।

কিন্তু বাকী প্রায় ৯০% পানির নীচে আমাদের চর্মচক্ষুর আড়ালেই থেকে যায়।

আহত-মাশরাফি-বিন-মুর্তজা


আমরা সবাই সাহসী, সংগ্রামী ম্যাশের খেলা দেখে ও তার অধিনায়কত্বে মুগ্ধ হই। কিন্তু খুব কম মানুষই তার জীবনের সাথে সংগ্রাম করার ঘটনা দেখে অনুপ্রানিত হই। এক্ষেত্রেও আমরা তার বাহ্যিক সফলতাকেই বেশী লক্ষ্য করি।

তেমনি আশেপাশের সবাইকেই আমরা একই দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য করি।

কেউ কোনো কাজে বা মিশনে ব্যার্থ হলো সাথে সাথে তার ব্যার্থতাকে ফোকাস করে আমরা আমাদের মতো কথা বলতে শুরু করি।

একবারও ভাবি না সে কতটা পরিশ্রম করেছিল বা এখন কতটা আশাভঙ্গ হয়েছ।


ice-berg-picture


তেমনি আমরা ওয়ারেন বাফেট, বিল গেটস, সের্গেই ব্রিন, ল্যারি পেইজ, এডিসন, ইলন মাস্ক সর্বশেষ জো বাইডেন, তাদের সফলতাকে আমরা প্রশংসার জোয়ারে ভাসাই।

কিন্তু আমরা আমজনতা তাদের সেই ১০% কেই দেখি। যেটা আইসবার্গের উপরের অংশের মত। কিন্তু পানির নীচের ৯০% এর মত অদেখা থেকে যায় তাদের অক্লান্ত পরিশ্রমের কথকতা।

তাই আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করে সেই অদেখা ৯০% এর দিকে একটু নজর দেই তাহলে আমাদের দ্বারা কেউ আর নিরুৎসাহিত হবে না। ভঙ্গ হবে না কারো স্বপ্ন ও পাশাপাশি নিজের ভিত্তি মজবুত করতে কাজ করার জন্য একটু হলেও শিক্ষা এবং অনুপ্রেরনা পাবে।