বাঙ্গালী জাতি বরাবরই আন্দোলন প্রিয়। অন্যভাবে বলা যায় আন্দোলন ছাড়া তারা কোনো অধিকার আদায় করতে অপারগ।

দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উল্লেখযোগ্য অর্জনগুলোর দিকে তাকালেই দেখা যাবে তার অধিকাংশই হলো বড় বড় আন্দোলনের সূচনাকেন্দ্র।

যতটা শিক্ষামূলক,মেধা বিকাশের অর্জন তার চাইতে বেশী অর্জন আন্দোলন ভিত্তিক।

দেশের অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় থেকে শুরু করে ভাষা আন্দোলন, ৬৯ এর গনঅভ্যূথান সবকিছুর মূলেই আছে বাংলার মানুষের নিরবিচ্ছিন্ন পদচারণা।

এতসব ইতিহাসের দিকে তাকিয়ে এলাকার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আকরাম খাঁন চাচা দূর্নীতি বিরোধী আন্দোলনের ডাক দিলেন।

আমরা ছেলে-বুড়ো সবাই তার সাথে একাত্ম হয়ে দূর্নীতি বিরোধী সমাবেশের আয়োজন করলাম।

সমাবেশে সকলের দৃষ্টি এবং সাংবাদিকদের ক্যামেরা খুঁজে চলছে আকরাম খাঁনের চেহারা। বিশাল সমাবেশের সভাপতি অনুপস্থিত এটা কি মানা যায়?

তাই আমি ফোন দিলাম আকরাম চাচাকে,

- চাচা আপনি কোথায়?আপনার জন্য সবাই অপেক্ষা করছে।

- আমি একটু ঝামেলায় আছি।

- আপনি হলেন দূর্নীতি বিরোধী সমাবেশের সভাপতি।আপনার আবার কি ঝামেলা?

- আমি যে হোটেলে মরা মুরগী রান্না করি এটা উনারা জেনে গেছে। দেখি কিছু হাতখরচ দিয়া ঠান্ডা করতে পারলে এখনই চলে আসব!