কিওয়ার্ড রিসার্চের প্রসেস আগের মতোই। তবে অনেক ইনসাইট বেশি এবং সহজে পাওয়া যায়। যেহেতু আমার পেইড টুল নেই তাই সেই ক্লাসের জন্য আলাদা ভাবে লিখিনি।
তাহলে আলোচনা শুরু করি। কেমন?
প্রথমেই প্রশ্ন করি, গুগল কি?
নিশ্চয় উত্তর আসবে সার্চ ইঞ্জিন। আরো সহজে বললে একটা বিশাল লাইব্রেরী। কল্পনা করুন পৃথিবীর সমস্ত বইয়ের কালেকশন এই লাইব্রেরীতে আছে। আপনি এবারই প্রথম কোনো লাইব্রেরীতে এসেছেন। এখন আপনাকে খুঁজতে বলা হলো, মিজানুর রহমান আজহারী হুজুরের “ম্যাসেজ” বইটি। এখন আপনি কি করবেন?
আপনি যেহেতু বই কিভাবে খুঁজতে হয় তা জানেন না, তাই আপনি ২টি কাজ করতে পারেন। যেমন,
- লাইব্রেরীর একমাথা থেকে অন্যমাথা পর্যন্ত খুঁজবেন।
- লাইব্রেরীয়ানকে জিজ্ঞেস করবেন।
আপনি যেহেতু স্মার্ট তাই ২য় অপশনটিই বেছে নিবেন। আপনি শুধু স্মার্টদের থেকেও এককাঠি সরেস। বাঙ্গালী বলে কথা!
আপনি লাইব্রেরীয়ানকে ফলো করতে শুরু করলেন। তিনি কিভাবে বইটি খুঁজছেন তা আপনি গোয়েন্দাদের মতো লক্ষ্য করছেন।
- লাইব্রেরীয়ান সাহেব প্রথমেই বইয়ের ভাষা দেখে নিলেন। তিনি বাংলা ভাষার বইয়ের তাকগুলোর দিকে চলে গেলেন।
- এবার দেখলেন বইটি কি ক্যাটাগরির? বইটি ধর্ম বিষয়ক। তাই ধর্ম বিষয়ক বইয়ের কর্ণারে আসলেন।
- এবার দেখলেন বইটি ইসলাম ধর্ম বিষয়ক বই। তাই তিনি ইসলাম ধর্ম বিষয়ক বইয়ের দিকে এগুলেন।
- এবার কয়েক মুহুর্তের মধ্যেই তিনি “ম্যাসেজ” বইটি বের করে আপনাকে দিয়ে দিলেন।
আপনিতো অবাক। কোটি কোটি বইয়ের মধ্য থেকে কয়েক মিনিটেই আপনার বই পেয়ে গেলেন।
হ্যাঁ ঠিক এই ব্যাপারটিই ঘটে গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলোর সাথে। গুগলও হলো একটি লাইব্রেরীর মতো।
আর গুগল বই (কনটেন্ট) খুঁজে বের করার জন্য লাইব্রেরীয়ানের মতো প্রসেস ফলো করে। আর গুগলকে এই কাজে সাহায্য করার জন্য আমাদেরকে যেই প্রসেস ফলো করতে হয় সেটি হচ্ছে SEO.
SEO আবার ৩ প্রকার। যথা:
- On Page SEO
- Off Page SEO
- Technical SEO
হৃদয় ভাই এই ক্লাসে অন পেজ এসইও নিয়ে বেসিক আলোচনা করেছেন। চলুন সেগুলো জেনে আসি।
১. গুগলে সার্চ করার পর গুগল সেই কিওয়ার্ডের সাথে সবচেয়ে রিলেভেন্ট (সম্পর্কিত) কনটেন্টগুলোর একটা লিস্ট আমাদের সামনে হাজির করে। একে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা SERP বলা হয়।
২. গুগল তার ট্রাফিক বা ভিজিটর্সকে অনেক গুরুত্ব দেয়। তাই তাদের সামনে সবচেয়ে রিলেভেন্ট তথ্য হাজির করে। অর্থাৎ, গুগল রিলেভেন্সির ওপর ভিত্তি করে কাজ করে।
৩. গুগল তথ্য বা information ভালোবাসে। অর্থাৎ, “বাঘ” লিখে সার্চ করলে যেই কনটেন্টে বাঘ বিষয়ক সবচেয়ে বেশি তথ্য গুছিয়ে উপস্থাপন করা আছে তাকেই ১ম পজিশনে রেংক করবে।
গুগলে রেংক করার জন্য ২টি জিনিস সবচেয়ে বেশি দরকার।
- রিলেভেন্সি
- information
On Page SEO Concept:
১. গুগল সর্বপ্রথম দেখে URL.
২. ২য় পর্যায়ে দেখে Title.
৩. এবার কনটেন্টের পালা। কনটেন্ট অনেক ধরনের থাকতে পারে। Text, Image, Audio, Video
৪. এর মধ্যে meta description ( পুরো কনটেন্টের সারমর্ম ) টিও অনেক গুরুত্বপূর্ণ।
যদি আরো সংক্ষেপে ও সহজে একনজরে দেখি তবে কোনো কিওয়ার্ডকে রেংক করতে হলে Targeted Keyword-কে,
- URL-এ রাখতে হবে
- Title-এ রাখতে হবে
- Meta Description-এ রাখতে হবে

0 Comments
Post a Comment