কেজিআর হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে অন্যান্য SEO মেথড ছাড়াই কিওয়ার্ডকে দ্রুত সময়ে রেংক করানো যায়! যেন সোনার ডিম পাড়া রাজহাঁস।
কেজিআর কিওয়ার্ড এর কিছু বৈশিষ্ট হলো:
- লংটেইল কিওয়ার্ড
- সার্চ ভলিয়ম ২৫০ বা এর নীচে
- KGR Ratio ২৫% বা এর নীচে
কিছু কিওয়ার্ডের সার্চ ভলিয়ম ২৫০ এর উপরে হলেও কেজিআর রেশিও ২৫% এর নীচে পাওয়া যায়। কিন্তু সাধারনত সার্চ ভলিয়ম ২৫০ এর বেশি হলে গুগল সেই কিওয়ার্ডকে ধীরে ধীরে রেংক করে। তাই ২৫০ এর বেশি SV এবং KGR Ratio 25% এর কম হলে সেগুলো ভালো কিওয়ার্ড। কিন্তু এই কিওয়ার্ডকে সাধারনত KGR কিওয়ার্ড হিসেবে ধরা হয় না।
কেজিআর কিওয়ার্ড বের করার সূত্র:
(allintitle search result / SV) * 100%
এখানে allintitle search result হলো, আমরা যেভাবে কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করি সেখানে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখানো হয়। কিন্তু সবগুলোই এই কিওয়ার্ডের জন্য লেখা হয়নি। বরং অনেক রিলেভেন্ট কনটেন্টও এখানে চলে আসে।
তাই যখন ”allintitle:” শব্দটি লিখে তার সাথে কিওয়ার্ড যুক্ত করে সার্চ করবেন তখনই ম্যাজিক দেখতে পাবেন। মুহুর্তেই লাখ লাখ সার্চ রেজাল্ট হাওয়া হয়ে যাবে। শুধুমাত্র যেই কনটেন্টগুলোতে সার্চ করার কিওয়ার্ডটি ফোকাস করা হয়েছে, হেডলাইনে ব্যবহার করা হয়েছে সেগুলোই থাকবে।
এটা অনেকটা হাজার হাজার পাথর ঘষে পরীক্ষা করে আসল হীরা খুঁজে পাওয়ার মতো। তাই না?
আমিও কয়েকটা হীরা খুঁজে বের করলাম। এখানে আমি ৩টি নীশের জন্য কিওয়ার্ড সার্চ করেছি। SV বের করার জন্য Ahref ব্যবহার করেছি।
সবুজ রঙ্গের হাইলাইট করাগুলো অরিজিনাল KGR কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো ফোকাস করে হাইকোয়ালিটি আর্টিকেল লিখতে পারলেই নতুনরাও রেংক করতে পারবে।
আর কমলা রঙ্গেরগুলো ভালো কিওয়ার্ড তবে KGR নয়। এগুলো দিয়ে নতুনরা রেংক করা অনেক কঠিন।
0 Comments
Post a Comment