খাঁটি বাংলায় বললে, মাথা হ্যাং মারে। কিন্তু কোনো আইডিয়া আসে না! 😇
আচ্ছা যাই হোক, আমাদের প্রথমে বিজনেস আইডিয়ার Key Elements-গুলো জানতে হবে। তাহলে সঠিক ভাবে আইডিয়া পাবেন। আর সেটি ভালো আইডিয়া কি না তাও যাচাই করতে পারবেন। সেগুলো হলো,
→ প্রোডাক্ট বা সার্ভিসের স্পষ্ট চাহিদা থাকতে হবে। Fundera-এর মতে ১৪% স্টার্ট আপ কাস্টমারের প্রয়োজন বুঝতে না পারায় ফেইল করে।
→ শর্ট-টার্ম এবং লং-টার্ম উভয় গোল থাকতে হবে। স্মার্ট ভাবে যদি শর্ট-টার্ম গোল সেট করতে পারেন, এটিই লং-টার্মে সাকসেস এনে দিবে।
→ বিজনেসের জন্য পর্যাপ্ত মোটিভেশন থাকতে হবে। যেটি নিয়ে বিজনেস করবেন সেটার প্রতি আপনার আগ্রহ থাকতে হবে।
এগুলো হচ্ছে একটি বিজনেস আইডিয়ার মূল বিষয়। এখন এগুলোর ওপর ভিত্তি করে বিজনেস আইডিয়া খুঁজে বের করতে হবে। আমিও এভাবে চেষ্টা করছি। তাই চলুন কয়েকটি উপায় দেখে আসি।
১. চারপাশের প্রবলেমগুলোতে নজর দিন
বলা হয় বাংলাদেশ হচ্ছে একটি সমস্যার খনি। ট্রাফিক জ্যাম থেকে শুরু করে গরমে ঘুমাতে না পারা পর্যন্ত। সমস্যা হচ্ছে, আমরা এগুলো দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে, এগুলোকে আর “প্রবলেম” হিসেবে চিহ্নিত করতে পারি না।
যেমন, গতবছর ঢাকা মালিবাগ মোড়ের দিকে কয়েকজন স্টুডেন্টকে দেখলাম ছোট ছোট চার্জিং ফ্যান হাতে নিয়ে ঘুরছে, আর বাতাস খাচ্ছে। গরমে কুল কুল করে ঘামতে ঘামতে তাদের প্রতি বেশ হিংসেই হচ্ছিল! তো এই ফ্যান বিক্রির আইডিয়াও কিন্তু কারো না কারো মাথা থেকেই এসেছে। তাই না?
২. পরিচিতদের জিজ্ঞেস করুন
আপনার পরিচিতদের সাথে কথা বললে দেখবেন দেশ নিয়ে, সমাজ নিয়ে, লাইফ নিয়ে প্রচুর অভিযোগ করছে। আপনি যদি সচেতন ভাবে শুনেন তাহলে সেখান থেকেই ভালো একটি আইডিয়া পেয়ে যেতে পারেন। এছাড়াও তাদের জিজ্ঞেস করতে পারেন কোন জিনিসটার চাহিদা তারা অনুভব করছে, কিন্তু সেই জিনিসটি নেই?
যেমন, মিটিং শেষে ট্যাক্সি না পেয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে উবারের আইডিয়া এসেছিল। পরিবেশ দূষণ বন্ধ করার জন্য টেসলার সাইবার ট্রাকের জন্ম। (যদিও এটার চার্জের জন্যও বিদুৎ উৎপাদনে ঠিকই পরিবেশ নষ্ট হচ্ছে!!!)
৩. এমন কাজ যেগুলো আপনি সহজে করতে পারেন
প্রচলিত প্রচুর কাজ আছে যেগুলো আপনি আরো সহজ ভাবে করতে পারেন। তবে অবশ্যই সেটি Cost Saving হতে হবে।
যেমন, প্রচলিত উপায়ে ব্যবসার বা নিজের আয়-ব্যায়ের খরচ রাখা বেশ কঠিন। তাই টালিখাতা-এর মতো এপ তৈরি হয়েছে।
৪. প্রচলিত কোনো প্রোডাক্ট বা সার্ভিসই নিয়ে আসুন
অনেক চেষ্টা করেও যদি নতুন কোনো আইডিয়া না পান, তাহলে মানুষ প্রতিদিনে যেই পণ্যগুলো ব্যবহার করে, যে সার্ভিসগুলো নেয় সেগুলোই নিয়ে আসুন।
যেমন, অটোরিকশা বা সিএনজি মানুষ প্রতিদিন ব্যবহার করে। তাহলে আপনি কয়েকটি অটোরিকশা কিনে ভাড়া দিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে কঠিন প্রকৃতির মানুষ হতে হবে। নাহলে টিকতে পারবেন না। টি-শার্টের ব্র্যান্ডের অভাব নেই, তবু নতুন USP ঠিক করে আপনিও আরেকটি ব্র্যান্ড তৈরি করুন।
এছাড়াও আইডিয়া পাওয়ার আরো বহু উপায় রয়েছে। আমি এগুলো দিয়ে বিজনেস আইডিয়া পাওয়ার জন্য চেষ্টা করছি। আপনিও চেষ্টা করে দেখুন। কি কি আইডিয়া পেলেন জানাবেন কিন্তু।
Happy Learning.
0 Comments
Post a Comment