Ai কি মানুষের জন্য বন্ধু নাকি শত্রু এটি নিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে তুমুল বিতর্ক হচ্ছে। প্রতিদিন কিবোর্ডে ঝড় উঠছে। বলা যায় এটি একটি Never Ending Debate!
গতানুগতিক বন্ধুত্বের দিক দিয়ে বিবেচনা করলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে নিউট্রাল। তার কোনো ফিলিংস নেই। সে অগণিত ডাটা দ্বারা ট্রেইনড। সেই ডাটার ওপর ভর করেই সে রেসপন্স করে।
তবে প্রফেশনাল ও পার্সোনাল লাইফে গ্রোথ আনার জন্য এআই এর বিকল্প নেই। আমরা ঘন্টার পর ঘন্ট সময় ব্যায় করে যেই কাজটি করি, AI সেই কাজটি কয়েক মিনিটে করে দিতে পারছে।
আমাদের আগের একটি কনটেন্টে তুলে ধরেছিলাম, এআই বহু বছর আগে আবিষ্কার হয়েছে। এমনকি সেটি ব্যবহারও হচ্ছে। কিন্তু জেনারেটিভ এআই এসেছে মাত্র কিছু বছর আগে। এবং সাধারন মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে কয়েকমাস আগে।
সুতরাং এটি বলা সম্ভব নয় যে, এটিই লেটেস্ট ভার্শন। আমাদের জন্য নিশ্চয় প্রাথমিক পর্যায়ের এআই দেওয়া হয়েছে। অথচ কোম্পানিগুলো ডিপ এআই ব্যবহার করছে। এটা অসম্ভব নয় মোটেও।
হ্যাকার তথা অসাধু ব্যবহারকারীরা এআই ব্যবহার করে ফিশিং, স্ক্যামিং ইত্যাদিও শুরু করেছে। তারা এআই ব্যবহার করে মানুষের পাসওয়ার্ড আইডিয়া করে চুরি করা সহ অনেক বেআইনি কাজ করছে। এগুলো নিশ্চয় আমাদের জন্য হুমকিস্বরূপ। তাই না?
উল্টোদিকও রয়েছে। স্ক্যামিং ধরা, সেটি বন্ধ করার জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহার করছে। FinTech প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহার করে বেআইনি ও অস্বাভাবিক লেনদেন ট্রেস করছে।
সেগুলো দিয়ে প্রাথমিক যাচাই করার পর হিউম্যান রিসোর্স ব্যবহার করছে। তাই অতিরিক্ত মানবসম্পদ ব্যবহার কমিয়ে দিচ্ছে। কোম্পানিগুলোর খরচ কমছে। অবৈধ লেনদেন কমছে। এগুলো নিশ্চয় আমদের জন্য আশির্বাদ।
তাহলে এবার বলুনতো Ai-কি আপনার বন্ধু, সহকারী, নাকি হুমকি?
আচ্ছা, আমিই বলছি।
এআই আমাদের জন্য কি হিসেবে বিবেচিত হবে সেটি নির্ভর করে এটিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, কে ডেভেলাপ করেছে, কিভাবে ট্রেইনড করা হয়েছে।
এটিকে যেভাবে ট্রেইনড করা হবে, ব্যবহার করা হবে সেটির ওপর নির্ভর করে এআইকে বন্ধু অথবা হুমকি হিসেবে বিবেচনা করতে হবে।
আচ্ছা বলুনতো, আপনি এআইকে কি ভাবছেন? Ai কি আপনার বন্ধু, সহকারী, নাকি আপনার জন্য হুমকি?
0 Comments
Post a Comment