বর্তমান চাকরির ইন্টারভিউয়ের অবস্থা:

১. ঘুষ দিয়ে পরীক্ষা দিতে যাওয়া স্টুডেন্টের জন্য প্রশ্ন -

ক) পৃথিবীতে সবচেয়ে মর্মান্তিক জাহাজ দুর্ঘটনা কোনটি?

খ) চাঁদ কি? নক্ষত্র নাকি উপগ্রহ?


২. অফিসের বসের আত্মীয়ের জন্য প্রশ্ন-

ক) টাইটানিক জাহাজ কেন ডুবে গিয়েছিল?

খ) কে প্রথম চাঁদের মাটিতে পা রাখেন?


৩. প্রিলি ও রিটেনে সর্বোচ্চ মার্ক পাওয়া পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন-

ক) আপনিতো অনেক মেধাবী। তো আপনাকে কিছু সহজ প্রশ্নই করি। বলেন-তো টাইটানিকে কতজন যাত্রী ছিল? এবং তাদের মধ্যে ২০ জনের নাম বলুন।

খ) বর্তমানে কেন চাঁদে মানুষ পাঠানো হচ্ছে না? আর ৫ জন মানুষের একটা টিম চাঁদে পাঠাতে কত টাকা খরচ লাগবে?

গ) আপনার রেজাল্টতো চমৎকার। গণিত ও বিজ্ঞানে স্টার মার্ক পেয়েছেন। তাই এ প্রসঙ্গেই একটা প্রশ্ন করি। চাঁদ যদি কখনো কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীর দিকে ছুটে আসে তাহলে তা পৃথিবীর কোন দেশে প্রথম আঘাত করবে?


[বি.দ্র: ব্যাপারটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়]

(৮ মার্চ, ২০২১)