জব্বার নামের সেই ছেলেটি

দেখতে চেয়েছিল সেই সকালটি

যে সকালে উদিত হবে এক রক্তিম অরুণ

সবাই করবে সেই অরুণকে বরণ।


সকলেই আসবে খালি পায়ে হাতে নিয়ে ফুল,

শহীদ মিনারে যেতে করবে না কেউ ভুল।

কেউ দেবে গোলাপ, কেউবা রজনীগন্ধা,

কেউ গাইবে গান, কেউ আবৃতি করবে কবিতা।


বাঙ্গালী জাতি করবে সেই ভাষাশহীদের স্মরণ,

শহীদ মিনারে ফুল দিয়ে করে নেবে তাদের বরণ।

কেউ ভুলবেনা ৮ই ফাল্গুনের সেই বৃহষ্পতিবার,

যেদিন ভাষার জন্য প্রাণ দিয়েছিল শহীদ জব্বার।


আমরা করিনা এখন কাউকে পরোয়া, করিনাতো ভয়,

আজ সেই রক্তিম অরুণোদয়।


~ আতিকুর রহমান

(ফেব্রুয়ারী, ২০১৯)