তারা এখনো বেঁচে আছে,

        বাংলার স্নিগ্ধ সকাল আর সাঁঝে।


তারা বেঁচে আছে আমাদের মুখের ভাষায়,

        তারা বেঁচে আছে ১৬ কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায়।


তারা বেঁচে আছে বকুল আর রজনীগন্ধার ঘ্রাণে,

        তারা বেঁচে থাকবে শতকোটি মানুষের প্রাণে।


আমাদের আছে ভাষা শহীদ সালাম, বরকত আর জব্বার,

        আমাদের বাকী আছে এখনো অনেক পথ পেরোবার।


হৃদয়ের আঙ্গিনায় বেঁচে থাকবে শুধু তারা,

        ভাষার জন্য নিজের রক্ত ঢেলে দিয়েছে যারা।


আমাদের কণ্ঠ দিয়ে বেরিয়ে আসে মাতৃভাষা বাংলা,

        যে ভাষার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে তোমরা।


২১শে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে দেব ফুল আমরা,

       সবার হৃদয়ে বেঁচে থাকবে সেই ভাষাশহীদেরা।


~ আতিকুর রহমান

(ফেব্রুয়ারী, ২০১৮)