প্রতিদিনই কোথাও না কোথাও জ্বলছে অগ্নিস্ফুলিঙ্গ

মরছে মানুষ, ঝড়ছে রক্ত।

সকলেই দেখছে আপনার নয়নে

চিৎকার করছে যারা হচ্ছে অগ্নিদগ্ধ।


দুদিনের জীবন খেলায় কেউ হারছে, কেউ জিতছে

কেউবা করছে আফসোস।

কেউ হারাচ্ছে ভাই, কেউ বোন, কেউ বাবা-মা

তাদের আহাজারি দেখতে হচ্ছে চাক্ষুস।


এখানে শুধু দুবেলা খেয়ে-পড়ে বেঁচে থাকা

জীবনের নেই কোনো নিরাপত্তা,

সবখানেই প্রকাশিত হচ্ছে শোকের বার্তা।

হায়! সমস্যা সমাধানের কথা পাচ্ছে না কোথাও পাত্তা।


এভাবে কি চলতে পারে কোনো দেশ?

যদি না থাকে জীবনের কোনো দাম?

তবে কেন করেছিলাম মোরা স্বাধীনতার সংগ্রাম?

তবে কী সেই স্বাধীনতা আজও পেলাম?


~ আতিকুর রহমান

(ফেব্রুয়ারী, ২০১৮)