কত বিচিত্র মানুষের বসবাস এ ধরায়,

শ্বেতাঙ্গ, নিগ্রো কোনোটি বা শংকর জাতি।

কত বিচিত্র সভ্যতা তাদের,

রয়েছে কত ঐতিহ্য আর সংস্কৃতি।


এ ধরায় কতজন ধনী, আর কতজন আছে গরীব,

অনেকেই মধ্যবিত্ত।

কারো জীবন কাটে অনাদরে, অনাহারে

কেউ বাঁচে সাথে নিয়ে বিনোদনচিত্ত।


অনেকে খেতে চায় না,

কেউ নূন্যতম আহারটুকুও পায় না।

কেউ মরে বিলাসিতায়, কেউবা অনাহারে,

তাদের কাফন-দাফন ও ঠিকভাবে হয় না।


ধনীরা ধনী হয় গরীবের রক্তে ও ঘামে,

তারা পারে না দিতে কোনো বাঁধা।

তাদের কেউ কুলি, শ্রমিক, কেউ মজুর,

কেউবা কৃষক যাদের গায়ে লেগে থাকে ঘাম আর কাদা।


ধনীরা শোষক, গরীবরা শোষিত

আবার তারাই নায্য অধিকার থেকে বঞ্চিত।

শেষ সম্বলটুকু নিয়েও তারা আশায় বুক বাঁধে বেঁচে থাকার জন্য,

আর তা  নিয়েও শোষকের হাতে আজ তারা ভূলন্ঠিত।


তবে কে গাবে আজ মানবের জয়গান

কেরবে এ শোষণের প্রতিরোধ?

কে দাঁড়াবে আজ তাদের পাশে,

কে ফাটাবে প্রতিবাদের বারুদ?


কবে হবে শেষ এ দুঃখের দিন

কবে আসবে সেই বহু আকাঙ্খিত সুদিন?

কোনদিন তারা একমূহুর্ত শান্তিতে ঘুমাবে

যেদিন হবে না তাদের স্বপ্নগুলো ধুলিসাৎ?


সকলেই দেখুন কী করছি আমরা তাদের জন্য?

দেখছি সবাই আপন আপন স্বার্থ।

কঠিন এ জীবনযুদ্ধে তারাই জয়ী, তারাই বীর

আমরা পরাভূত, আমরাই ব্যার্থ।


আমি আজও স্বপ্ন দেখি সেই দিনটি

যেদিন থাকবে না ভেদাভেদ, রইবে না কোনো বৈষম্য।

যেদিন মোরা হব সত্যিকারের মানুষ

এ ধরায় সেদিন থাকবে শুধু শান্তি আর সাম্য।


~ আতিকুর রহমান

(ফেব্রুয়ারী, ২০১৮)